ফুটবল খেলা নিয়ে বচসা, শিক্ষককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা |
ডুয়ার্সে হাতি-মানুষ সংঘাত রুখতে বনদপ্তরের সচেতনতা প্রচার
সচেতনার প্রচার
গত ১৪ জুলাই ডুয়ার্সের বানারহাটে দুইটি পৃথক জায়গায় হাতির হানায় দুই জনের মর্মান্তিক মৃত্যুর পর বনদপ্তরের তরফে জঙ্গল লাগোয়া এলাকায় শুরু হয়েছে সচেতনতা প্রচার।
"বানারহাট ব্লকের শালবাড়ি ১-নং গ্রাম পঞ্চায়েতের চানাডিপা, মধ্য শালবাড়ি ও উত্তর চানাডিপার বাসিন্দাদের নিয়ে বাকা উদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। হাতি-মানুষ সংঘাত রুখতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় ওই এলাকার বাসিন্দাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার, হিমাদ্রি দেবনাথ,জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য অনামিকা রায় এবং শালবাড়ি ১-নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়। সভায় জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা একাধিক দাবি তোলেন। তাঁদের দাবি ফসলি জমির পাশে নজরদারি টাওয়ার বসানো হোক। হাতির করিডোর এলাকায় বিশেষ টাওয়ার স্থাপন। বনদপ্তরের পক্ষ থেকে নিয়মিত টহল চালু রাখা।
অন্যদিকে বনদপ্তরের তরফে জানানো হয়, প্রতিটি গ্রাম থেকে ১০ জন করে যুবককে প্রশিক্ষণ দিয়ে হাতি তাড়ানোর কাজে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রাম থেকে যুবকদের নাম সংগ্রহ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।