মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! উৎসবের মেজাজে চাঁদের হাট, কারা এলেন? |
বর্ষা বিদায়ের খবর দিল হাওয়া অফিস, আগামী সপ্তাহ থেকেই কি শীতের আমেজ পাওয়া যাবে রাজ্যে
বর্ষা বিদায়ের খবর দিল হাওয়া অফিস
অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস (Weather Office)। বাংলা থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। একসঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে সরে গেছে বর্ষাও (Rain)।
সোমবার আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, ঝাড়খণ্ড, বাংলা ও সিকিম থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়েছে বর্ষা (Rainy Season)। বর্তমানে বর্ষা বিদায় রেখা গেছে গুয়াহাটির উপর দিয়ে। অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য থেকেও বর্ষা-বিদায় প্রক্রিয়া শুরু হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ থেকে সাত দিন বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ - কোনও জেলাতেই বৃষ্টি দেখা যাবে না। কিছু জেলায় আকাশ সাময়িকভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলেছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
জুন মাস থেকে শুরু হওয়া বর্ষার মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেছে। বিদায়ের আগে পর্যন্ত সেই ঘাটতি ১৬ শতাংশ। তবে দক্ষিণবঙ্গে বর্ষার মুখে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে, এখানে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। সামগ্রিকভাবে, দুই বঙ্গ মিলিয়ে এ বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ছিল - প্রায় ১ শতাংশ। কলকাতায় আবার বর্ষার বৃষ্টি ছিল প্রায় ২৩ শতাংশ বেশি।
এখন বাংলার আকাশে বদল আসছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জায়গা দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকের শীতল হাওয়া। যদিও বাতাসে এখনও যথেষ্ট জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা তেমন দ্রুত নামছে না। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় রাতের তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, পশ্চিমের জেলাগুলিতে তা আরও ২-৩ ডিগ্রি কম হতে পারে।