You will be redirected to an external website

পথকুকুরদের খাওয়াচ্ছিলেন মহিলা, ৩৮ সেকেন্ডে ৮ থাপ্পড় মারলেন ব্যক্তি

She was feeding the dogs. Suddenly a man came. He slapped the woman

মহিলাকে একের পর এক চড় মারেন অভিযুক্ত ব্যক্তি

কুকুরদের খাওয়াচ্ছিলেন। আচমকা এক ব্যক্তি এলেন। মহিলাকে কষিয়ে থাপ্পড় মারলেন। একটা নয়। অভিযোগ, ৩৮ সেকেন্ডে ওই মহিলাকে ৮টি থাপ্পড় মেরেছেন ওই ব্যক্তি। ঘটনাটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের। অভিযুক্তের অ্যাপার্টমেন্টের সামনে কুকুরদের খাওয়ানোর জন্যই এই হামলা চালানো হয়। ঘটনার ভিডিয়ো সামনে এসেছে।

আক্রান্ত মহিলার নাম যশিকা শুক্লা। তিনিও গাজিয়াবাদের ওই এলাকাতেই থাকেন। বলেন, শুক্রবার রাতে কুকুরদের খাওয়াচ্ছিলেন তিনি। তাঁর বক্তব্য, কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থানেই খাওয়াচ্ছিলেন। সেইসময় সংলগ্ন আবাসন থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন। এসেই মহিলাকে থাপ্পড় মারতে শুরু করেন। মোবাইলে পুরো ঘটনাটি ভিডিয়ো করেন এক প্রত্যক্ষদর্শী।

অভিযুক্ত ব্যক্তির নাম কমল খান্না। ভাইরাল ভিডিয়োতে আক্রান্ত মহিলাকে বলতে শোনা যায়, “দিদি, ভিডিয়ো করো। উনি আমায় মারছেন।” পাল্টা ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “হ্যাঁ, রেকর্ড করো।” ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মহিলাকে একের পর এক চড় মারছেন ওই ব্যক্তি। মারের চোটে মহিলা পিছিয়ে যাচ্ছেন। এগিয়ে গিয়ে আবার চড় মারছেন অভিযুক্ত। ৩৮ সেকেন্ডে আটবার চড় মারেন। একসময় অভিযুক্ত এমনও দাবি করেন, মহিলাই তাঁকে প্রথম মেরেছেন। ঘটনার পরই আক্রান্ত মহিলা পুলিশকে ফোন করেন। খবর পেয়ে পৌঁছয় পুলিশ।

ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। কমল খান্নাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। গতকালই সুপ্রিম কোর্ট পথকুকুরদের নিয়ে তার নির্দেশে বদল এনেছে। পথকুকুরদের জন্য নির্দিষ্ট স্থানে খাওয়ানোর বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আক্রান্ত মহিলার দাবি, তিনি কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থানেই খাওয়াচ্ছিলেন। ঘটনায় সরব হয়েছেন পশুপ্রেমীরা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

If there is one app that is responsible for creating internet influencers in almost every household across the country, Read Next

ফের চালু হচ্ছে TikTok? মুখ খু...