পুজোর আগেই বিতরণ হবে ১২ লক্ষ সবুজ সাথী সাইকেল!
মাস ঘুরলে দুর্গাপুজো। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক চমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কন্যাশ্রী দিবসে রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড় সুখবর দিলেন তিনি। আরও ১২ লক্ষ পড়ুয়া পাবে সাইকেল (Sabuj Sathi)। সবুজ সাথী প্রকল্পে দেওয়া হবে এই সাইকেলগুলি। বৃহস্পতিবার ধন্যধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ধাপে ধাপে এই সাইকেল (Sabuj Sathi) দেওয়া হবে। পুজোর আগেই সমস্ত ছাত্রীদের হাত সাইকেল তুলে দিতে চাইছে নবান্ন। তাই অগাস্টের শেষ থেকেই সাইকেল বিতরণ শুরু হবে বলে খবর। সরকারি সূত্রে খবর, সমস্ত দফতরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুম শুরুর আগেই যাতে যাতে কাজটি সম্পন্ন করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদের তরফে সবুজ সাথী সাইকেল কেনা এবং বিতরণ করা হচ্ছে। সবুজ সাথী (Sabuj Sathi) প্রকল্প বেশ জনপ্রিয়তা পেয়েছে রাজ্যে। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লক্ষ পড়ুয়া সবুজ সাথী সাইকেল হাতে পেয়েছে বলে খবর সরকারি সূত্রে। এবার আরও বাড়তে চলেছে সংখ্যাটা।এখনও বহু পড়ুয়াই লম্বা পথ অতিক্রম করে তারপর স্কুলে পৌঁছায়। বিভিন্ন মরশুমে প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও স্কুলে যেতে হয় তাদের। এমন পড়ুয়াদের ক্ষেত্রে সবুজ সাথী (Sabuj Sathi) সাইকেল খুব ভরসাযোগ্য হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা জানান, সবুজ সাথী সাইকেল পেয়ে সময় বাঁচছে অনেকটা, পড়াশোনায় নাকি আগ্রহও বাড়ছে পড়ুয়াদের।
সরকারের মতে, সবুজ সাথী প্রকল্প শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনের বিভিন্ন স্তরে তালিকা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলে খবর। সবকিছু ঠিকঠাক চললে কয়েক সপ্তাহের মধ্যেই পড়ুয়াদের কাছে সবুজ সাথী সাইকেল পৌঁছে যাবে বলে আশাবাদী সরকার।