You will be redirected to an external website

প্রধানমন্ত্রীর সভার আগে হামলার শিকার কর্মীরা! অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

Workers attacked before PM's meeting! Shuvendur warns of protest, alleging

প্রধানমন্ত্রীর সভার আগে হামলার শিকার কর্মীরা

বৃহস্পতিবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আলিপুরদুয়ারে (Alipurduar) তিনি জনসভাও করেন। প্রধানমন্ত্রীর সেই সভায় যাওয়ার পথে বহু বিজেপি কর্মী (BJP Workers) আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। নেতা-কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সেই ইস্যুতে এবার বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরাসরি নিশানা করলেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া হয়েছিল অনেক বিজেপি কর্মীদের। আর এই কাজ করেছিল তৃণমূল (TMC)। শুধু তাই নয়, প্রচুর দলীয় কর্মীকে মারধর করা হয়েছে এবং ২২ জন গুরুতর আহত বলে জানান শুভেন্দু। এই প্রসঙ্গে তাঁর হুঁশিয়ারি, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি, গাড়ি তো বটেই, বিজেপি কর্মীদের বাড়িও ভাঙা হয়েছে। গোটা ইস্যুতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। হিসেব দেখিয়ে তিনি এও বলেন, ৩৪টি গাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের 'গুন্ডারা'। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক শিবির তাহলে কী করতে পারে, সেই প্রশ্ন তুলেই কটাক্ষ করেছেন তিনি।

শুভেন্দু বলছেন, এখন প্রধানমন্ত্রীর একদিনের সভাতেই তৃণমূল এভাবে হামলা চালাচ্ছে। পরের বছর বিধানসভা নির্বাচনের সময় কী হতে চলেছে তা সকলেই আন্দাজ করতে পারছেন। বিষয়টি তিনি রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনবেন বলে জানান। শুভেন্দুর কথায়, বাংলার বিধানসভা নির্বাচনকে যেন উত্তরপ্রদেশ বা বিহারের নির্বাচন হিসেবে না দেখা হয়। এই রাজ্যের নির্বাচন কতটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যায়, সেটা যেন বিবেচনা করা হয়। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Complaint against Chief Minister's convoy for not getting accommodation! Read Next

আবাস না মেলায় মুখ্যমন্ত...