গ্রেফতার বাংলাদেশি যুবক
খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে সীমান্ত এলাকায় পরিচয় গোপন করে ভুয়ো আধার কার্ড বানিয়ে বসবাস। কাকার বাড়িতে আশ্রয় বাংলাদেশির। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি যুবকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিল এসএসবি ।
এস এস বি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পলাশ চন্দ্র রায়, সে বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জের বাসিন্দা। এসএসবি সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে ভারত বাংলাদেশের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করে সে। এরপর থেকেই শিলিগুড়ি বহারকুমার খড়িবাড়ির নেপাল সীমান্ত ঘেঁষা ছোটো বদরা জোতে কাকার বাড়িতে আশ্রয় নেয় সে।
ধৃতের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সোমবার গভীর রাতে আটক করে তল্লাশি চালাতেই ধৃতের হেফাজত থেকে বাংলাদেশি পরিচয় পত্র স্কুল সার্টিফিকেট জন্ম পরিচয় পত্র উদ্ধার হয় । পরবর্তীতে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে পলাশ চন্দ্র রায় নামে ওই যুবককে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।
এসএসবির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশী ঐ যুবককে গ্ৰেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ । আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করবে খড়িবাড়ি থানার পুলিশ বলেই জানা গিয়েছে।