রেল ওয়ান অ্যাপ
রেলযাত্রীদের জন্য সুখবর, টিকিট বুকিং থেকে রেলের যাবতীয় পরিষেবা এবার মিলবে রেল ওয়ান অ্যাপে। নতুন অ্যাপ চালু করল ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে কিংবা টিকিট কাটতে আর নানা ওয়েবসাইট কিংবা অ্যাপ হাতরানোর প্রয়োজন নেই। এবার একটি অ্যাপেই মিলবে সব পরিষেবা। যার পোশাকি নাম রেল ওয়ান অ্যাপ।
রেলের সংরক্ষিত, অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে এই অ্যাপে। চেক করে নেওয়া যাবে PNR স্টেটাস, কোনও স্টেশনে আপনার কোচের অবস্থান কী, সেসব কিছুই। দূর পাল্লার সফরকারীদের সুবার্থে এই অ্যাপেই দেওয়া যাবে খাবারের আর্ডার। আগে ট্রেন কোন সময় কোন স্টেশন পার করছে তা দেখার জন্য অন্য় অ্যাপ ব্যবহার করতে হত। কিন্তু এবার থেকে এই একটি অ্যাপ থাকলেই কাফি।
তবে এখানেই শেষ নয়, ভারতীয় রেল পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তাও জানানো যাবে এই অ্যাপের মাধ্যমেই। রেলের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেলেই উত্তর দেওয়া হবে। প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপও করা হবে। বাতিল টিকিটের টাকা ফেরত সংক্রান্ত যাবতীয় তথ্যও আপনাকে দেবে এই অ্য়াপ। সবমিলিয়ে ভিন্ন পরিষেবার জন্য আর বিশেষ মাথা ঘামাতে হবে না রেলযাত্রীদের।
গত ফেব্রুয়ারিতে স্বরেল অ্যাপের বিটা ভার্সানটির কথা জানা গিয়েছিল। সেটিরই আপডেটেড ভার্সান হল রেল অ্যাপ। অ্যান্ড্রয়েড এবং iOS- দুই স্মার্টফোন ইউজাররাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের তৈরি এই অ্যাপ বিনামূল্যে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।