You will be redirected to an external website

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং ছোঁয়ার দিনই বাদ অর্শদীপ, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিতর্ক

He was just one wicket away from 100 wickets in T20Is. He is also India's highest wicket-taker in the T20 format

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং ছোঁয়ার দিনই বাদ অর্শদীপ

টি-টোয়েন্টিতে ১০০ উইকেট থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন। ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ২৫ বছর বয়সি এই বাঁ-হাতি পেসার বুধবারই আইসিসি’র ক্রমতালিকায় দশম স্থানে উঠে এসেছেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে দল থেকে বাদ পড়লেন অর্শদীপ সিং। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্তে ফুঁসছেন বিশেষজ্ঞরা।

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই টস জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তারপরেই জানা যায়, দলে নেই পাঞ্জাবতনয়। সেই কারণে জশপ্রীত বুমরাহর সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে।

শুরুতেই উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন অর্শদীপ। আর টি-টোয়েন্টি ফরম্যাটে তো তাঁর জুড়ি মেলা ভার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৯টি উইকেটও রয়েছে তাঁর। অনেকেরই প্রশ্ন, টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীকে বাদ দেওয়া হল কেন? তাঁরা বলছেন, অর্শদীপের প্রতি মোটেই সুবিচার করা হয়নি। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...