কার্টিস ক্যাম্পার
টি টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন কার্টিস ক্যাম্পার। পরপর পাঁচ বলে পাঁচ উইকেট। পেশাদার ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম ঘটল। এমনটাই মত বিশেষজ্ঞদের।
আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ বলে ৫ উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। সূত্রের খবর, ডাবলিনে মুখোমুখি হয়েছিল মুনস্টার রেডস এবং নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্স। ক্যাম্পার মুনস্টারের হয়ে এই কীর্তি গড়েছেন। ২৬ বছরের অলরাউন্ডার নিজের দ্বিতীয় এবং তৃতীয় ওভার মিলিয়ে এই রেকর্ড গড়েছেন। মনুস্টারেরে এই অধিনায়ক ২.৩ ওভার বল করে মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়ে নেন। ১৮৯ রান তাড়া করতে নেমে এক সময় নর্থ ওয়েস্টের রান ছিল ৫ উইকেটে ৮৭। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যাম্পার। তার অসামান্য পারফরমেন্সে ৮৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। এরপর তৃতীয় ওভারের প্রথম তিন বলেই সাজঘরে ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের শেষ তিন ব্যাটারকে।
এমনই বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। আয়ারল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত সাতটি টেস্ট, ৪৩টি এক দিনের ম্যাচ এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যাম্পার। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আইরিশ এই অলরাউন্ডারের।