শ্রেয়সের নেতৃত্বে ভারতীয় ‘এ’ দল ঘোষণা
শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) স্থান হয়নি টিম ইন্ডিয়ার এশিয়া কাপ স্কোয়াডে। বিসিসিআই নির্বাচক মণ্ডলীর এই সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। অনেকেই বলেছেন, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীরের অঙ্গুলি হেলন। কারণ শ্রেয়স তাঁর পছন্দের মানুষ নন। তবে গত আইপিএলে দুরন্ত ফর্মে থাকা শ্রেয়সকে অবশ্য পুরোপুরি বঞ্চিত করল না বিসিসিআই (BCCI)। তাঁকে দেওয়া হল গুরু দায়িত্ব।
ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। ১৬ সেপ্টেম্বর থেকে লখনউয়ের একানা স্টেডিয়ামে শুরু হবে ভারত ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের (India A vs Australia A) প্রথম বেসরকারি টেস্ট। দ্বিতীয় চারদিনের বেসরকারি টেস্টটিও হবে একই ভেন্যুতে ২৩ সেপ্টেম্বর থেকে। এরপর কানপুরে রয়েছে তিনটি ওডিআই ম্যাচ। আর এই ম্যাচগুলিতে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক (India A captain) নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার।
এদিন ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি হিসাবে থাকবেন ধ্রুব জুরেল। তবে প্রথম বেসরকারি টেস্টের জন্য ঘোষিত দলে কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ না থাকলেও দ্বিতীয় ম্যাচে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। ধ্রুব জুরেলের পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে সুযোগ পেয়েছেন এন জগদীশন।
বোলার হিসেবে দলে রয়েছেন খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং যশ ঠাকুর। এছাড়াও এই দলে সুযোগ পেয়েছেন মানব সুথার এবং তনুশ কোটিয়ান। দলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা আয়ুষ বাদোনিও দলে সুযোগ পেয়েছেন। বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসাবে দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ।
ভারত এ স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, এন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশকুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার ও যশ ঠাকুর।