ব্রেকফাস্টে রোজ ডিম-টোস্ট খাচ্ছেন? ছোটখাটো বদল আনুন, তেলে ভাজা এই রেসিপিই হবে স্বাস্থ্যকর |
বিরাটের সেঞ্চুরিতে ভর করে ৩৫০ রানের টার্গেট ভারতের, রাঁচির পাটা পিচে যথেষ্ট?
বিরাটের সেঞ্চুরিতে ভর করে ৩৫০ রানের টার্গেট ভারতের
রাঁচির উইকেটে ভারতের ব্যাটাররা আজ পুরো আধিপত্য দেখাল। ইনিংসের মেরুদণ্ড অবশ্যই বিরাট কোহলি (Virat Kohli)। দুরন্ত ১৩৫ রানে ভারত পৌঁছল ৩৪৯/৮-এ। শুরুতে সামান্য চাপে থাকলেও বরাবরের মতো হাল ধরেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কোহলি—দু’জনের জুটি টিম ইন্ডিয়ার ইনিংসকে মজবুত করে দেয়।
কোহলি তাঁর ৫২তম সেঞ্চুরি করতেই রাঁচির গ্যালারি গর্জে ওঠে। শতকের সুবাদে একদিনের সেঞ্চুরির তালিকায় তিনি আরও দূরে ঠেলে দিলেন কিংবদন্তিদের। মন কষাকষির গুজব এড়িয়ে সাজঘর থেকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। শেষ পর্যন্ত বড় শট মারতে গিয়ে আউট হলেও তার অনেক আগেই ভারতের স্কোর ২৫০ ছাড়িয়ে গিয়েছে।
রোহিত শুরুতে সাবধানে খেললেও একবার ছন্দে পেতেই পরপর বাউন্ডারি, ছক্কা—আজ ওডিআই-এর সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটাও নিজের করে নিলেন। ৫৭ করে আউট হওয়ার আগে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যান। এর আগে জীবনদান পেয়েছিলেন টনি ডি জরজি সহজ ক্যাচ ফেলে দেওয়ায়।
যশস্বী জয়সওয়াল আশা জাগিয়েও হতাশ করলেন। আউট হলেন ছোট ইনিংস খেলে। রান তুলছিলেন দ্রুত, কিন্তু আন্দ্রে বার্গারের (Nandre Burger) বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটা লাগান। এরপর নেমে পার্টনারশিপ গড়ে তোলে ‘রো-কো’ জুটি।
রোহিত ফিরতে মাঠে ওয়াশিংটন সুন্দর। চাপের মুহূর্তে আউট হন তিনিও। কিন্তু তাতে গতি থামেনি। মিডল ওভারে ব্রেভিসের হাতের অবিশ্বাস্য ক্যাচের শিকার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)—ম্যাচের অন্যতম সেরা ফিল্ডিং মুহূর্ত। এরপর দায়িত্ব নেন কেএল রাহুল (KL Rahul)। ধীর শুরু করলেও পরের দিকে পরপর বাউন্ডারি-ছক্কা মেরে গুরুত্বপূর্ণ ৬০ রানের ইনিংস খেলেন। তাঁর সঙ্গে প্রয়োজনীয় রান যোগ করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)—২৮ বলে ৩২। শেষ ওভারে হর্ষিতের সুবাদে স্কোর দাঁড়ায় ৩৪৯।
রাঁচির নতুন পিচে আজ বল ভালভাবেই ব্যাটে এসেছে। সকালে বাউন্স ছিল সমান। এখন দেখার, রাতের শিশিরের সুবিধা কে তোলে—ভারতের স্পিনাররা নাকি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা! এমনিতে খাতায়-কলমে ৩৫০ রানের টার্গেট বড়, কিন্তু রাঁচির মাঠ অতীতে চেজ-সহায়ক। এখন দায়িত্ব ভারতের বোলারদের—তারা কি এই রান ডিফেন্ড করতে পারবে?