এক ওভারে তিন উইকেট কুলদীপের
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ এশিয়া কাপের হাই-ভোল্টেজ ফাইনালে (Asia Cup Final) মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। পহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুরের পরে দুই দেশের সম্পর্কের আঁচ পড়েছে বাইশ গজেও। চলতি এশিয়া কাপে ফাইনালের আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ। আর দুই ম্যাচেই মাঠের বিতর্ক গড়িয়েছে বাইরে। রবিবাসরীয় ফাইনালের আগে অবশ্য ভারত-পাক সমর্থকদের মধ্যে বিতর্কের আঁচের প্রতিফলন দেখা গেল না। মাঠে তাঁরা প্রবেশ করলেন দুই দেশের জার্সি পড়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে।
রবিবাসরীয় দুবাইয়ে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। চোটের জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দলে ফিরেছেন শিবম দুবে। দলে একমাত্র স্পেশালিস্ট পেসার হিসাবে রয়েছেন জসপ্রীত বুমরাহ।
হার্দিক না থাকায় ভারতের হয়ে এদিন বোলিং ওপেন করলেন শিবম দুবে। এদিকে পাকিস্তানের দুই ওপেনার প্রথম থেকেই প্রত্যাঘাতের পথ বেছে নিয়েছিলন। প্রথম চার ওভারে উঠল ৩২ রান। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছিলেন শাহিবজাদা ফারহান। রবিবরের ফাইনালে প্রথম থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। বুমরাহর দ্বিতীয় ওভারে নিলেন ১২ রান। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তান তুলল ৪৫ রান।
প্রথম ১০ ওভারে পাকিস্তান তুলল ৮৭ রান। ১২ তম ওভারে বল করতে এলেন পার্ট টাইম বোলার তিলক বর্মা। তাঁকে চার মেরে পাকিস্তানের রান ১০০ পার করে দিলেন ফখর জামান। এদিন প্রথম দুই ওভারে নিজের ছন্দ খুঁজে পাননি কুলদীপ। অবশেষে নিজের তৃতীয় ওভারে এল সাফল্য। তাঁর বলে জসপ্রীত বুমরাহর হাতে ক্যাচ তুলে ফিরলেন সাইম আইয়ুব (১১ বলে ১৪)। চলতি এশিয়া কাপে চার ম্যাচে শূন্য করা আইয়ুব এদিনও রান পেলেন না।
এরপরই মহম্মদ হ্যারিসকে খাতা খোলার আগেই ফেরালেন অক্ষর প্যাটেল। রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১১৪ রানে পতন হল পাকিস্তানের তৃতীয় উইকেটের। দলীয় ১২৬ রানে বরুণ চক্রবর্তীর বলে কুলদীপের হাতে ক্যাচ দিয়ে ৩৫ বলে ৪৬ রান করে ফিরলেন ফখর।
এশিয়া কাপের ইতিহাসে প্রথম বারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। বর্তমান পারফরম্যান্সের ক্ষেত্রে শুধু নয়, এশিয়া কাপের পরিসংখ্যানের দিক থেকেও এই ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। ভারত এই টুর্নামেন্ট জিতেছে আটবার, যেখানে পাকিস্তান জিতেছে মাত্র দুইবার। চলতি টুর্নামেন্টেও ভারত ইতিমধ্যে পাকিস্তানকে দুইবার হারিয়ে দিয়েছে।