রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
‘বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল’, হাসিন অধ্যায় নিয়ে আপসোস শামির
হাসিন অধ্যায় নিয়ে আপসোস শামির
হাসিন জাহানকে বিয়ে করাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। এ কথায় এক টিভি অনুষ্ঠানে এসে বললেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। তবে এর জন্য কাউকে দোষারোপ না করে নিজের ভাগ্যকেই দুষেছেন তিনি।
টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ শামি বলেন, “জীবন আমাদের সব সময় অনেক কিছু শেখায়। আমার জীবনে সবচেয়ে বড় ভুল বিয়ে করাটাই। এটা স্বীকার করতে কোনও দ্বিধা নেই। তবে এর জন্য কাউকে দোষ দিতে চাই না। আমার ভাগ্যটাই খারাপ!” এতটাই হতাশা গ্রাস করেছিল তাঁকে যে, একটা সময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। এই প্রসঙ্গে শামি বলেন, “নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও এসেছিল। ভাগ্যিস তেমন কিছু ঘটেনি! নাহলে তো বিশ্বকাপ খেলতে পারতাম না। ক্রিকেটের প্রতি ভালোবাসাই আমাকে ‘ভুল’ পথে চালনা করেনি। তাই সমস্ত কিছু ভুলে ক্রিকেট নিয়েই মনঃসংযোগ করি।”
শামি আরও বলেন, “যখন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছি, সেই সময় অন্য দিকে মন দিতে যেন বাধ্য করা হয়েছে। খেলা ছাড়াও অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা করতে হয়েছিল। বাড়ির পরিস্থিতি সামলে দেশের হয়ে খেলা খুবই কঠিন ছিল। এমন পরিস্থিতিতে চূড়ান্ত মানসিক চাপ তৈরি হয়। একটা কথা মনে রাখতে হবে, কেউই কিন্তু অশান্তি চায় না। আর যখন দেশের হয়ে খেলছেন, তখন তো এসবের কোনও গুরুত্ব নেই। কিন্তু আমার ক্ষেত্রে অন্য রকম হয়েছে। এই সময় ধৈর্যের পরীক্ষা দিয়েছি।”