ম্যাচের একটি মুহূর্ত
জয়ের হ্যাটট্রিক থেকে ব্যার্থ হল মোহনবাগান। কলকাতা লিগের আগের দুটি ম্যাচে যথা ক্রমে কালীঘাট ও রেলওয়েকে হারিয়ে দিলেও তিন নম্বর ম্যাচে আটকে গেল। জর্জ টেলিগ্রাফের কাছে গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে ম্যাচ।
ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান দুটি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। অন্য দিকে জর্জের ছেলেরাও বার বার উঠে আসছিলেন মোহনবাগানের গোলমুখে। কিন্তু তারাও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যার্থ হয়। সেই সঙ্গে গোটা ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করে সবুজ মেরুন। অন্য়দিক থেকে যথা সময়ে সুযোগ কাজে লাগিয়েছে জর্জ।
তবে বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় দুই দলেরই খেলতে সমস্যা হচ্ছিল।
অন্যদিকে রেলওয়ে ম্যাচে লাল কার্ড দেখায় জর্জের বিরুদ্ধে খেলেননি সালাহউদ্দিন আদনান। তাঁর অভাব গোটা ম্যাচে বার বার বোঝা গিয়েছে। অন্যান্য ম্যাচে ডান দিক থেকে তিনি যে আক্রমণ করেন তা এ দিন দেখা যায়নি। সঙ্গে যোগ হয়েছে গোটা ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট।