এজবাস্টনে টিম ইন্ডিয়া
৬৩ বছর ধরে এজবাস্টনে টেস্ট খেলা হচ্ছে। এশীয় কোনো ক্রিকেট দল হিসেবে এই প্রথম ইংল্যান্ডকে হারিয়ে ৩৩৬ রানে হারিয়েছে ভারত।এই টেস্টে জয়ের পর বেশ কিছু নজির গড়েছে ভারতীয় দল।
১৯৩২ সালে প্রথম বার টেস্ট খেলা শুরু ভারতের। এই জয়ের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে ভারত। ৯৩ বছরে বিশ্বের মোট ৮৫ মাঠে ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৬০ মাঠে জিতেছে তারা। অস্ট্রেলিয়ার এই মাঠে চার বার টেস্ট জিতেছে ভারতীয় দল। লর্ডসে তারা জিতেছে তিন বার। শুভমন ভারতের কনিষ্ঠতম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে টেস্ট জিতেছেন।
শুধু তাই নয় শুভমন এশিয়ার প্রথম অধিনায়ক যিনি এই মাঠে টেস্ট জিতেছেন। এর আগে ভারতের হয়ে মনসুর আলি খান পটৌদী, অজিত ওয়াদেকর, এস বেঙ্কটরাঘবন, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ এই মাঠে খেললেও জিততে পারেননি। ভারত এশিয়ার প্রথম দল যারা বার্মিংহ্যামের এজবাস্টনে টেস্ট জিতেছে। ন’বারের চেষ্টায় এই জয় পেয়েছে তারা। এর আগে সাতটা ম্যাচে হারতে হয়েছিল ভারতকে।
এই প্রথম বার টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০০ বা তার বেশি রান করেছে ভারত। এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করেছে ভারত। অর্থাৎ, এই টেস্টে মোট ১০১৪ রান করেছে ভারত।এই টেস্ট ভারতীয় কেবল নয় বিশ্বের টেস্ট খেলার ইতিহাসে এক অনন্য নজিড় হিসেবে থেকে যাবে।