এশিয়া কাপে চূড়ান্ত নাটক, টালবাহানার পর মাঠে পৌঁছল পাকিস্তান |
এশিয়া কাপে চূড়ান্ত নাটক, টালবাহানার পর মাঠে পৌঁছল পাকিস্তান
টালবাহানার পর মাঠে পৌঁছল পাকিস্তান
এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত নাটক পাকিস্তানের। জানা গিয়েছে, দীর্ঘ টালবাহানার পর নির্দিষ্ট সময়ের অনেক পরে দুবাইয়ের স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শাহিন আফ্রিদিরা। পাক দলের তরফে অনুরোধ জানানো হয়েছে, ম্যাচ যেন একঘণ্টা দেরিতে শুরু হয়। তবে পাকিস্তান খেলবে নাকি ম্যাচ বয়কট করবে, সেই নিয়ে ধোঁয়াশা কাটেনি।
রবিবার ভারত-পাক ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে কোনওমতেই সরানো হবে না। বুধবার সকালেও পাইক্রফটকে সরানোর আবেদন করে পিসিবি। কিন্তু সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়।
সূত্রের খবর, তারপরেই বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন শাহিন আফ্রিদিরা। ততক্ষণে ক্রিকেটারদের কিট এবং অন্যান্য জিনিসপত্র টিম বাসে তুলে ফেলা হয়েছে। কয়েকজন ক্রিকেটার বাসে উঠে পড়েছিলেন বলেও শোনা গিয়েছে। কিন্তু পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। যাঁরা বাসে উঠেছেন, তাঁদের দ্রুত নেমে গিয়ে হোটেলে ফিরতে বলা হয় বোর্ডের তরফে।