You will be redirected to an external website

এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে পন্থের আক্রমণাত্ম ব্যাটিং!

এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে পন্থের আক্রমণাত্ম ব্যাটিং!

এজবাস্টনে পন্থ

এজবাস্টনে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮০ রানের লিড নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে লিড আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে শুভমন গিলেরা। ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে শতরানের জুটি হয়েছে। মাত্র ৯৩ বলে শতরানের জুটি গড়েছেন তাঁরা। ৬৫ রানের মাথায় ক্যাচ আউট হন পন্থ। ২৩৬ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। দ্রুত রান করার চেষ্টা করছিলেন পন্থ। আরও একটা বড় শট খেলতে গিয়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। 

শুভমনের পর অর্ধশতরান করলেন ঋষভ পন্থও। ৪৮ বলে অর্ধশতরান করলেন ভারতের সহ-অধিনায়ক। মধ্যাহ্নভোজের বিরতির আগে ধীরে খেলছিলেন শুভমন। কিন্তু বিরতির পর হাত খোলা শুরু করেছেন তিনিও। জশ ট‌ংয়ের এক ওভারে একটা ছক্কা ও দুটো চার মেরেছেন ভারত অধিনায়ক। 

শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করছেন পন্থ। পেসারদের বিরুদ্ধে ক্রিজ় ছেড়ে বেরিয়ে বড় শট খেলছেন। দেখে মনে হচ্ছে, লিড দ্রুত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।  ব্য়াট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক শট খেলছেন পন্থ। বেন স্টোকসের বলে মিড অফ দিয়ে বড় শট মারার চেষ্টা করেন তিনি। কিন্তু সরাসরি মিড অফে দাঁড়িয়ে থাকা জ্য়াক ক্রলির হাতে ক্যাচ দিয়ে বসেন। যদিও সেই সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন ক্রলি। 

AUTHOR :Express News Desk

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

Team India dominates Edgbaston! Shubman scores runs Read Next

এজবাস্টন দাপাচ্ছে টিম ই...