টস শেষে সলমন আঘার ইন্টারভিউ নিলেন না রবি শাস্ত্রী
এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) মঞ্চে নতুন বিতর্ক। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri), যিনি টস প্রেজেন্টারের ভূমিকায় ছিলেন, পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha) সঙ্গে একটিও প্রশ্নোত্তর করলেন না! সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টসে জিতে ব্যাটিং–বোলিং নিয়ে পরিকল্পনার কথা জানালেন শাস্ত্রীকে। কিন্তু আঘার পালা আসতেই তিনি সরে দাঁড়ালেন। ইন্টারভিউ নিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস (Waqar Younis)।
ফাইনালের আগে থেকেই ভারত-পাক দ্বন্দ্ব ঘিরে একের পর এক অস্বস্তি। প্রথমে হ্যান্ডশেক কাণ্ড, তারপর সূর্যের রাজনৈতিক মন্তব্য বিতর্ক, এবার টসের এই অদ্ভুত দৃশ্য। জানা গিয়েছে, পিসিবি (PCB) আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) অনুরোধ জানিয়েছিল নিরপেক্ষ প্রেজেন্টার রাখার জন্য। তার ফলেই শাস্ত্রী আর ওয়াকার আলাদা আলাদা করে দুই অধিনায়কের সঙ্গে কথা বলেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশই হতবাক, কেউ কেউ হতাশ। সবার মোদ্দা বক্তব্য—ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখাই উচিত ছিল।
এদিকে, ভারতীয় দলে টসে বড় চমক। চোটের কারণে ফাইনালে খেলছেন না হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর জায়গায় দলে ঢুকেছেন রিঙ্কু সিং। ফিরেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আর শিবম দুবে (Shivam Dube)। পাকিস্তান যদিও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।
সব মিলিয়ে টস থেকে শুরু করে খেলার আগের মুহূর্ত পর্যন্ত, মাঠের বাইরের নাটকই যেন আবার ছাপিয়ে দিল ক্রিকেটকে। প্রশ্নটা ঘুরেফিরে আসছে—ফাইনালের উত্তাপ কি বাইশ গজে সীমাবদ্ধ থাকবে, নাকি আরও ছড়িয়ে পড়বে মাঠের বাইরে?