You will be redirected to an external website

ভারত - ইংল্যান্ডের টেস্টে বিশেষ সম্মান সচিনকে, ঘন্টা বাজিয়ে লর্ডসে খেলে শুরুর ঘোষণা সচিনের

Sachin Tendulkar receives special honour in India-England Test, announces start of play at Lord's by ringing the bell

লর্ডসে সচিন তেন্ডুলকর

চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। হেডিংলেতে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করে জিতেছে। এরপর লর্ডসে তৃতীয় টেস্ট মুখোমুখি ভারত - ইংল্যান্ড। আর সেখানেই ঘন্টা বাজিয়ে খেলা শুরু করলেন সচিন তেন্ডুলকর। প্রথা অনুযায়ী লর্ডসে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানো হয়। খেলার শুরুর ৫ মিনিট আগে বাজানো হয় ঘণ্টা। স্টেডিয়ামে উপস্থিত সকলকে খেলা শুরুর বার্তা দিতেই এই ব্যবস্থা শুরু হয় ২০০৭ সালে। সেই প্রথা মেনে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজালেন সচিন।

নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে খেলা শুরুর আগে বাজানো হয় ঘন্টা। খেলার সঙ্গে সম্পর্কিত কোনো বিশিষ্ট মানুষকে অতি সম্মান জ্ঞাপণের জন্য এই ঘন্টা বাজানোর জন্য অমন্ত্রণ করা হয়। সে ক্ষেত্রে প্রাক্তন ক্রিকেটার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বা কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। সেইমতোই বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আমন্ত্রণ জানায় সচিনকে। তিনি ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করেন।

এ দিন ম্যাচ শুরুর আগে এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় সচিনের পোট্রেটের উদ্বোধন হয়। সচিনের ছবিটি এঁকেছেন চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন। ছবি বছরের শেষ পর্যন্ত এমসিসির সংগ্রহশালায় থাকবে। তার পর রাখা হবে লর্ডসের সাজঘরে।

লর্ডসে ঘণ্টা বাজানোর জন্য এই প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল সচিনকে। লর্ডসের প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরের দিকে থাকা ঘণ্টাটি বাজানোর সুযোগকে বিশেষ সম্মান হিসাবে বিবেচনা করা হয় ক্রিকেট বিশ্বে। এবারের এই বিশেষ সম্মান পেলেন সচিন তেন্ডুলকর।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

New feat in T20 cricket! Camper creates history by taking 5 wickets in 5 balls Read Next

টি টোয়েন্টি ক্রিকেটে নত...