স্মৃতির বিধ্বংসী সেঞ্চুরি
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে স্মৃতি মান্ধানা। তাঁর বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে সর্বাধিক স্কোর ভারতের। শুধু তাই নয়, ১০২ রানের বিশাল জয়ে সিরিজে সমতাও ফেরাল ভারত। বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে ২৮০ প্লাস স্কোর গড়লেও জঘন্য ফিল্ডিংয়ে ডিফেন্ড করতে পারেনি ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ান ডে-তে রেকর্ড স্কোর গড়াই শুধু নয়, অনবদ্য বোলিং ফিল্ডিংও। এই ম্যাচ স্মৃতি মান্ধানার জন্য আরও স্পেশাল হয়ে থাকল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তেও বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ভারতের ভাইস ক্য়াপ্টেন স্মৃতি মান্ধানা। এরপরই আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন। বিশ্বের এক নম্বর ব্যাটারের মতোই পারফর্ম করলেন দ্বিতীয় ওডিআইতে। মাত্র ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সব মিলিয়ে ৯১ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। তাঁর ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মারেন।
ওয়ান ডে কেরিয়ারের ১২তম সেঞ্চুরি স্মৃতি মান্ধানার। মেয়েদের ক্রিকেটে তাঁর সামনে এখন মাত্র দু-জন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন মেগ ল্যানিং এবং নিউজিল্য়ান্ডের সুজি বেটস। মেগ ১৫টি ও সুজির রয়েছে ১৩টি সেঞ্চুরি। দ্বিতীয় ওডিআই-তে প্রথমে ব্যাট করে ২৯২ রান করে ভারত। রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড কিছুটা লড়াই করলেও ধোপে টেকেনি। মাত্র ১৯০ রানেই অলআউট অস্ট্রেলিয়া।
ক্রান্তি গৌড় তিন উইকেট নেন। রেনুকা সিং নতুন বলে দুরন্ত বোলিং করেন। রেনুকা, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব একটি করে উইকেট নেন। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটিই সবচেয়ে বড় হার।