You will be redirected to an external website

সিংহাসনে ফিরলেন মহারাজ, ৬ বছর পর সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

There were hints. There was also waiting. Sourav Ganguly's start in cricket administration was in Bengali cricket

সিংহাসনে ফিরলেন মহারাজ

ইঙ্গিত ছিলই। সঙ্গে অপেক্ষাও। ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুরুটা হয়েছিল বাংলা ক্রিকেটেই। সচিব থেকে প্রেসিডেন্ট। শীর্ষ পদ সামলেছেন। এরপর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন। সৌরভ ফের বাংলা ক্রিকেটের প্রশাসনে ফিরবেন, এমন জল্পনা আগের বারও ছিল। শেষ অবধি আর নির্বাচন হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দায়িত্বে ছিলেন। এ বার সিএবিতে নির্বাচনী আবহাওয়া দেখা যেতেই সৌরভ জানিয়েছিলেন, তিনি ফিরতে পারেন। হলও সেটাই।

দীর্ঘ ৬ বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩ বছর পর ফিরলেন ক্রিকেটের প্রশাসনিক পদে। সিএবি সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস সূচনা করছেন মহারাজ। সভাপতি পদে ফিরেই মহারাজ বলে দিলেন, ‘সিএবিতে কোনও বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। দেড় বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি। বিভিন্ন জেলায় ছুটে গিয়েছি।’

প্রায় ছয় বছর বাংলা ক্রিকেটের শীর্ষে ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারী হিসেবে টানা সর্বাধিক ৬ বছর থাকা যাবে। এরপর কুলিং অফে যেতে হবে। তিন বছরের কুলিং অফ পিরিয়ডের পর ফের ক্রিকেট সংস্থার পদাধিকারী হিসেবে ফেরা যাবে। সৌরভ ফের সিএবি-র শীর্ষে আসায় বঙ্গ ক্রিকেটে স্বস্তির হাওয়া। বাংলা ক্রিকেটে উন্নতির রাস্তা দেখছেন সকলেই।

বাংলা ক্রিকেট সংস্থার নতুন কমিটি

সভাপতি: সৌরভ গঙ্গোপাধ্যায়

সচিব: বাবলু কোলে

কোষাধ্যক্ষ: সঞ্জয় দাস

যুগ্মসচিব: মদনমোহন ঘোষ

সহ সভাপতি: নিশীথরঞ্জন দত্ত

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

India and Pakistan are facing each other in men's cricket for the first time since the Pahalgaon attack. Read Next

মাঠে নামলেও পাকিস্তানকে...