You will be redirected to an external website

IND vs NZ: আজ শুরু টি-২০ সিরিজ, ওয়ান ডাউনে ঈশান কিষাণ, কেমন দাঁড়াবে বাকি দল?

The last big rehearsal before the T20 World Cup 2026. India and New Zealand face off today in a five-match T20 series.

আজ শুরু টি-২০ সিরিজ, ওয়ান ডাউনে ঈশান কিষাণ

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে শেষ বড় রিহার্সাল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ফলাফলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কম্বিনেশন, ব্যালান্স আর ভূমিকার স্পষ্টতা। সেই প্রেক্ষিতেই প্রথম ম্যাচে ভারতের একাদশ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন—ওয়ান ডাউনে ঈশান কিষাণ (Ishan Kishan) না হয় নিশ্চিত। কিন্তু বোলিংয়ে স্পিনাররাই কি আসল ভরসা? কীভাবে ভারসাম্যের পথে হাঁটতে চাইবেন গুরু গম্ভীর?

শুরুতেই বড় পরীক্ষা

চোটের কারণে তিলক বর্মা (Tilak Varma) প্রথম তিন ম্যাচে নেই। ফলে মিডল অর্ডারে ফাঁক। সেই জায়গা ভরাট করতেই ফিরছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন, তাও নতুন ভূমিকায়—ওপেনার নয়, তিন নম্বরে।

অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আগেই জানিয়ে দিয়েছেন, ঈশান ব্যাট করবেন ওয়ান ডাউনে। প্রশ্ন একটাই—এই ভূমিকায় কতটা মানিয়ে নিতে পারবেন তিনি? শুরুতে আগ্রাসন দেখানো স্বভাব, কিন্তু ফার্স্ট ডাউনের দায়িত্ব আলাদা। পাওয়ারপ্লের পর ইনিংস ধরে রাখা, স্পিন সামলানো—সব মিলিয়ে বড় পরীক্ষা।

এই সঙ্গে উইকেটকিপিংয়েও নয়া সমীকরণ। দলে ফিরলেও ঈশান কি গ্লাভস পরবেন? নাকি সঞ্জু স্যামসন (Sanju Samson) খেলবেন কিপার হিসেবে? টিম ম্যানেজমেন্টের হাতে থাকা এই নমনীয়তাই এখন বড় অস্ত্র।

স্পিনে জোর, নাকি হর্ষিত রানায় আস্থা?

জটিল ধন্দ বোলিং কম্বিনেশন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) সিরিজেই নেই। ফলে অলরাউন্ডারের ঘাটতি। একদিকে অপশন হিসেবে কুলদীপ যাদব (Kuldeep Yadav), অন্যদিকে ফর্মে থাকা হর্ষিত রানা (Harshit Rana)।

স্পিন-হেভি কম্বিনেশনে খেলালে থাকবেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ। কিন্তু শেষোক্ত স্পিনারের সাম্প্রতিক ফর্ম প্রশ্ন তুলছে। অন্যদিকে রানা ব্যাট-বল দুই দিকেই প্রভাব রাখতে পারেন। আট নম্বরে বাড়তি ব্যাটিং ডেপথ চাইলে তাঁর দিকেই ঝুঁকতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। পেস আক্রমণের দায়িত্ব যথারীতি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) কাঁধে। সওয়াল স্রেফ তৃতীয় অপশন নিয়ে।

নিউজিল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়

এবারের কিউয়ি দল পূর্ণশক্তির না হলেও হালকা করে দেখার সুযোগ নেই। ডেভন কনওয়ের (Devon Conway) আইপিএল-অভিজ্ঞতা কাজে লাগবে। সঙ্গে গ্লেন ফিলিপস (Glenn Phillips), ড্যারিল মিচেল (Daryl Mitchell), মিচেল স্যান্টনার (Mitchell Santner), কাইল জেমিসন (Kyle Jamieson) ও ম্যাট হেনরি (Matt Henry)—সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ বাহিনী।

বিশেষ নজর থাকবে জ্যাকব ডাফির (Jacob Duffy) দিকে। গত বছর সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় উপরের দিকে তাঁর নাম। আইপিএল ২০২৬-এ  (IPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (Royal Challengers Bengaluru) যোগ দেওয়ার আগে ভারতের মাটিতে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ।

সম্ভাব্য একাদশ

ভারত: সঞ্জু স্যামসন (Sanju Samson), অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষাণ (Ishan Kishan), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রিঙ্কু সিং (Rinku Singh), হর্ষিত রানা (Harshit Rana), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), অর্শদীপ সিং (Arshdeep Singh)

নিউজিল্যান্ড: টিম রবিনসন (Tim Robinson), ডেভন কনওয়ে (Devon Conway), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), মার্ক চ্যাপম্যান (Mark Chapman), ড্যারিল মিচেল (Daryl Mitchell), গ্লেন ফিলিপস (Glenn Phillips), মিচেল স্যান্টনার (Mitchell Santner), কাইল জেমিসন (Kyle Jamieson), ম্যাট হেনরি (Matt Henry), ঈশ সোধি (Ish Sodhi), জ্যাকব ডাফি (Jacob Duffy)

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...