আকাশ দীপ
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের ভারতীয় পেস জুটি সম্মিলিত ভাবে দশ উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের।চতুর্থ দিন খেলা শেষে একটা বিষয় পরিষ্কার। এই পরিস্থিতি থেকে ইংল্যান্ডের জেতা প্রায় অসম্ভব। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা হলেও টেস্টের পঞ্চম দিন ৫৩৬ রান তাড়া করা কঠিন। বিশেষত যখন দলের টপ অর্ডারের তিন ক্রিকেটার আউট হয়ে গিয়েছেন। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭২। রবিবার বাকি ৭ উইকেট ফেলার লক্ষ্যে নামবেন আকাশ দীপ, মহম্মদ সিরাজেরা।
এজবাস্টন টেস্টে চার বার শতরানের জুটি গড়েছেন শুভমন। দু’বার রবীন্দ্র জাডেজার সঙ্গে। এক বার করে ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে। তবে শনিবার শুভমনকে সুবিধা করে দিয়েছেন পন্থ। তিনি নামার পর রান তোলার গতি বেড়েছে ভারতের। পন্থ শুরু থেকেই ছিলেন মারমুখী মেজাজে। একের পর এক বড় শট খেলেছেন। তাতে সময় পেয়েছেন শুভমন। শুরুতে ধীরে খেলে পরে রান তোলার গতি বাড়িয়েছেন তিনি।
টেস্টে চতুর্থ ইনিংসে ৫০০ রান তাড়া করাই প্রায় অসম্ভব। সেখানে ৬০৮ রানের লক্ষ্য দিল ভারত। প্রায় সারা দিন ফিল্ডিংয়ের পর ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে তারা। ফলে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শুরুতে ক্লান্ত দেখিয়েছে ইংল্যান্ডের টপ অর্ডারকে।
তবে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে আকাশ। পূর্ব স্কোর অনুযায়ী এজবাস্টনে টেস্টে সবচেয়ে বেশি রান জো রুটের।সেই রুটকেই ৬ রানের মাথায় বোল্ড করেছেন আকাশ দীপ। আকাশের বলের লাইনই বুঝতে পারেননি অভিজ্ঞ রুট। আউট হয়ে হতবাক হয়ে যান তিনি। এই টেস্টে নতুন বলে আকাশ যে ভাবে বল করলেন তাতে সিরিজ়ের বাকি তিন টেস্টে ভারত তাঁকে না খেলালে ভুল করবে।