ডুরান্ড কাপের তিনটি ট্রফি
ডুরান্ড কাপ নিয়ে ফুটবল প্রেমী বাঙালীর মধ্যে এক আলাদা উন্মাদনা কাজ করে। প্রত্যেকেই এই কাপের সূচি এবং কোন কোন দল অংশ গ্রহণ করবে সেই নিয়ে উত্তেজিন থাকে। অবশেষে ২০২৫ সালের ডুরান্ড কাপের সূচী ঘোষণা হল। তবে আইএসএলের বেশির ভাগ ক্লাবই প্রতিযোগিতায় খেলছে না বলে সূত্রের খবর। তবে রাজ্যের ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ। প্রতিবারের মতো এ বার ডুরান্ডের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি হচ্ছে না বলেই খবর। তবে চেনা ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে আলাদা গ্রুপে।
২৩ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ। যুবভারতীতে বিকেল ৫.৩০টা থেকে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের বাকি দুই প্রতিপক্ষ নামধারী এফসি এবং ভারতীয় বিমানবাহিনী। মোহনবাগান, মহমেডান এবং ডায়মন্ড হারবার রয়েছে গ্রুপ বি-তে। ৩১ জুলাই প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ মহমেডান। বিকেল ৪টে থেকে সেই ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।
ছটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ১৬ এবং ১৭ অগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ১৯ এবং ২০ অগস্ট। ফাইনাল ২৩ অগস্ট।