You will be redirected to an external website

বহু প্রতিক্ষিত ডুরান্ড কাপের সূচি ঘোষণা! প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল

The much-awaited Durand Cup schedule has been announced! East Bengal will take to the field in the first match

ডুরান্ড কাপের তিনটি ট্রফি

ডুরান্ড কাপ নিয়ে ফুটবল প্রেমী বাঙালীর মধ্যে এক আলাদা উন্মাদনা কাজ করে। প্রত্যেকেই এই কাপের সূচি এবং কোন কোন দল অংশ গ্রহণ করবে সেই নিয়ে উত্তেজিন থাকে। অবশেষে ২০২৫ সালের ডুরান্ড কাপের সূচী ঘোষণা হল। তবে আইএসএলের বেশির ভাগ ক্লাবই প্রতিযোগিতায় খেলছে না বলে সূত্রের খবর। তবে রাজ্যের ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ। প্রতিবারের মতো এ বার ডুরান্ডের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি  হচ্ছে না বলেই খবর। তবে চেনা ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান রয়েছে আলাদা গ্রুপে।

২৩ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ। যুবভারতীতে বিকেল ৫.৩০টা থেকে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের বাকি দুই প্রতিপক্ষ নামধারী এফসি এবং ভারতীয় বিমানবাহিনী। মোহনবাগান, মহমেডান এবং ডায়মন্ড হারবার রয়েছে গ্রুপ বি-তে। ৩১ জুলাই প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ মহমেডান। বিকেল ৪টে থেকে সেই ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।

ছটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ১৬ এবং ১৭ অগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ১৯ এবং ২০ অগস্ট। ফাইনাল ২৩ অগস্ট।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

Sachin Tendulkar receives special honour in India-England Test, announces start of play at Lord's by ringing the bell Read Next

ভারত - ইংল্যান্ডের টেস্ট...