মেরি কমের ফরিদাবাদের বাড়িতে বড়সড় চুরি
৬ বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন প্রবাদপ্রতিম খেলোয়াড় মেরি কমের ফরিদাবাদের বাড়িতে বড়সড় চুরি। ঘটনার সময় মেরি কম মেঘালয়ের সোহরায় একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন। ফাঁকা বাড়ি পেয়ে চোরের দল বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গিয়েছে। মেরি কম ম্যারাথন আয়োজকদের জানান, চুরির ঘটনায় আমি উদ্বিগ্ন, ভয়ে আছি। আমাকে দিল্লি ফিরতেই হবে।
মোট কী কী জিনিস চোরের দল হাতিয়ে নিয়ে গিয়েছে, তা তিনি দিল্লি ফিরলেই জানা যাবে। সংবাদ সংস্থাকে কম বলেন, আমি বাড়িতে ছিলাম না। বাড়ি ফিরলে তবেই বুঝতে পারব। সিসিটিভি ফুটেজে নাকি দেখা গিয়েছে, চোরেরা টিভি ও অন্যান্য জিনিসপত্র হাতিয়েছে। আমার প্রতিবেশীরা জানিয়েছেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনা ঘটে। ফরিদাবাদের বাড়িতে চুরি হয়েছে, পুলিশকে জানিয়েছি।
অলিম্পিক্সে পদকজয়ী বক্সার মেরি কমের সুরজকুণ্ড সেক্টর ৪৬-এ একটি বাড়ি আছে। আদতে মণিপুরের মেয়ে মেরি। পুলিশের অনুমান, পাশের একটি ফাঁকা জমি থেকে চোরের দল ছাদে ওঠে। সেখানে কাচের জানালা ভেঙে ভিতরে ঢোকে তারা। প্রতিবেশীরা বাড়ির পিছন দিকে একটি মই খাড়া করা অবস্থায় দেখে মেরির ম্যানেজারকে খবর দেন। তিনি পুলিশকে বিষয়টি জানান।
শনিবার পুলিশ কমের বাড়িতে গেলেও তালা দেওয়া থাকায় ঢুকতে পারেনি। পরে ম্যানেজার চাবি নিয়ে এলে পুলিশ ঘরের ভিতরে ঢোকে। সিসিটিভির ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। মেরি কম হলেন পদ্মবিভূষণ প্রাপক। অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। ৬ বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন।