You will be redirected to an external website

বিজয় হাজারে ট্রফি খেলবেন না! সাফ জানালেন বিরাট, অস্বস্তিতে বিসিসিআই

No more speculation. Virat Kohli has made it clear that he will not play in the Vijay Hazare Trophy.

বিজয় হাজারে ট্রফি খেলবেন না

আর জল্পনা-গুঞ্জন নয়। বিরাট কোহলি (Virat Kohli) পরিষ্কার জানিয়ে দিলেন—তিনি বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলবেন না। এনডিটিভি সূত্রের খবর, বিসিসিআই (BCCI) চেয়েছিল তিনি টুর্নামেন্টে নামুন। কিন্তু কোহলি নিজের সিদ্ধান্ত বদলাতে নারাজ। যে কারণে বোর্ডের অন্দরে প্রবল অস্বস্তি ঘনীভূত হয়েছে।

বিরাট বেঁকে বসলেও রোহিত শর্মা (Rohit Sharma) বিজয় হাজারে-তে মুম্বইয়ের হয়ে নামতে ইতিমধ্যেই রাজি হয়েছেন। মূলত ম্যাচ ফিটনেস ধরে রাখতে। তাই সওয়াল আরও তীব্র—একজন সিনিয়র খেলোয়াড় খেলছেন, অন্যজন কেন নয়? এক বোর্ড কর্তার বক্তব্য: ‘সমস্যা একটাই। বিরাট খেলতে চান না। রোহিত খেলছে। তাহলে একজনকে আলাদা ছাড় দিলে বাকিদের কী বলা হবে?’ মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, বিষয়টি শুধু ক্রিকেটীয় নয়, নীতিগতও বটে।

বোর্ড ও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বরাবরই চান সিনিয়ররা ঘরোয়া ক্রিকেট খেলুন। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর রঞ্জি খেলার জন্যও চাপ এসেছিল। এখন ওয়ানডে দলের গড়ন বদলাতে হলে সিনিয়রদের প্রস্তুতি নিয়েও বোর্ড পরিষ্কার নিয়ম রাখতে চাইছে। কোহলির সিদ্ধান্ত সেই পরিকল্পনাকে ধাক্কা দিচ্ছে।

বিরাট, অবশ্য, অন্যভাবে নিজের প্রস্তুতিকে ব্যাখ্যা করেছেন। রাঁচিতে প্রথম ওয়ানডের পরে বলেন—তাঁর ক্রিকেট ‘মানসিক’; অতিরিক্ত অনুশীলনের ভক্ত নন তিনি। ফিটনেস ঠিক থাকলে মানসিক প্রস্তুতিই যথেষ্ট। তখনই বোঝা গেছিল, বিরাট দেশীয় ৫০ ওভারের টুর্নামেন্টে নামার প্রয়োজন দেখছেন না।

এদিকে ড্রেসিংরুমে কোহলি–গম্ভীর সম্পর্ক নিয়েও জল্পনা চলছে। টেস্ট অবসর থেকে শুরু করে কেরিয়ারের পরবর্তী পথ—একাধিক বিষয়ে মতভেদ তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। পরিস্থিতি সামাল দিতে নির্বাচক প্রজ্ঞান ওঝাকে (Pragyan Ojha) রায়পুরে পাঠানো হয়েছে, যেখানে বুধবার দ্বিতীয় ওয়ানডে।

সব মিলিয়ে বোর্ড এখন কঠিন জায়গায়—একদিকে শৃঙ্খলা ও নীতির প্রশ্ন, অন্যদিকে দেশের সবচেয়ে অন্যতম ক্রিকেট তারকার কট্টর অবস্থান। বাকি সবাইকে ঘরোয়া ম্যাচ খেলতে বলা হলে একজনকে আলাদা ছাড় দেওয়া সম্ভব কিনা, সেই প্রশ্নই বিসিসিআই ক্যাম্পে ঘুরপাক খেয়ে চলেছে! যে কারণে বিষয়টি শুধু একটি টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নয়। কোহলির (Virat Kohli) অবস্থান, ড্রেসিংরুমের সমীকরণ, কোচ–খেলোয়াড়ের দূরত্ব—সবকিছু মিলিয়েই অগ্নিপরীক্ষার সামনে ভারতীয় ক্রিকেট বোর্ড।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

Is Smriti Mandhana going to forget all the controversies, speculations, and bitterness? Is the relationship of 'Palriti' getting back together? Read Next

তিক্ততা ভুলে পরের সপ্তা...