হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন, স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর |
'রোহিত বদলে গেছে, বিরাট এখনও...', শেষ ওয়ানডের আগে রো-কো'র পারফরম্যান্স নিয়ে কী বললেন নায়ার?
রো-কো'র পারফরম্যান্স নিয়ে কী বললেন নায়ার?
ভারত বনাম সাউথ আফ্রিকার তিন ম্যাচের একদিনের সিরিজ এখন ১-১ সমতায়। শনিবার বিশাখাপত্তনমে হতে চলা তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) পারফরম্যান্স নিয়ে সবটাই বিশ্লেষণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার (Abhishek Nayar)।
জিওস্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে রোহিত ওয়ানডে খেলার ধরন পাল্টে দিয়েছেন এবং বিরাট কোহলি তাঁর ব্যাটিংয়ে কী বড় পরিবর্তন এনেছেন। রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটে উত্তরণ নিয়ে নায়ার বলেন, তিনি আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে ভারতীয় সীমিত ওভারের ক্রিকেটের খেলার ধরন বদলে দিয়েছেন।
তিনি বলেন, “রোহিত শর্মা ওয়ানডেতে দারুণ মানিয়ে নিয়েছেন। ক্যারিয়ার শুরুর সময় তিনি নিচে ব্যাট করতেন, আর এখন তিনি ধারাবাহিক ওপেনার। এই সময়েই তিনি সত্যিকারের বদলে যান। শুধু রান তোলার বদলে ছক্কা মারায় জোর দিয়ে তাঁর আক্রমণাত্মক খেলা ভারতের সাদা বলের ক্রিকেটের ধরণ পাল্টে দিয়েছে।”
যদিও এই সিরিজে রোহিত দু'ইনিংসে ৩৫.৫০ গড়ে ৭১ রান করেছেন। প্রথম ম্যাচে তিনি ৫৭ রান করলেও, দ্বিতীয় ম্যাচে মাত্র ১৪ রানে আউট হন।
রোহিত শট খেলার জন্য ক্রিজ ছেড়ে কেন বেরোচ্ছেন না, তার কারণ হিসেবে নায়ার বলেন, "এই সিরিজে বল বেশ সুইং করছে, তাই রোহিত শট খেলতে ক্রিজ ছেড়ে বেরোচ্ছেন না। যখন তিনি বুঝবেন বল আর এতটা সুইং করছে না, তখনই আত্মবিশ্বাস নিয়ে বোলারদের আক্রমণ করবেন। পিচের বাউন্স কেমন হবে, তা অনিশ্চিত থাকায় তিনি ফুটওয়ার্কেও সতর্ক ছিলেন।"
সিরিজের প্রথম দু'টি ওয়ানডেতে বিরাট কোহলি (১৩৫ ও ১০২) দুটি ক্লাসিক পারফরম্যান্স দিয়ে সময় যেন পিছিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর শট খেলা নিয়ে নায়ার প্রশংসা করেন। "এই সিরিজে বিরাট কোহলি যা করেছেন, তার মধ্যে সবচেয়ে দুর্দান্ত হল, গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বলটিকে যেভাবে আঘাত করেন। তাঁর ব্যাট একদম সোজাভাবে বলের ওপর আসে। আগে এতটা সোজা দেখা যেত না। এখন প্রতিবারই তাঁর মাথা বলের ঠিক ওপরে থাকে। এমনকি বল যখন অ্যাঙ্গেল করে সরে যাচ্ছে, তখনও তিনি ব্যাট সোজা রেখে খেলতে পারছেন। এটাই তাঁর শ্রেষ্ঠত্ব এবং সাফল্যের প্রধান কারণ।"
নায়ার জানান, অস্ট্রেলিয়া সফরের পর বিরাট তাঁর ব্যাটিংয়ে অনেক কৌশলগত পরিবর্তন এনেছেন। বলেন, "তিনি প্রতিটি শট বিভিন্ন গার্ড থেকে খেলছেন। কখনও লেগ স্টাম্পে, কখনও মিডল স্টাম্পে, আবার কখনও অফ স্টাম্পেও আছেন। প্রতিটি লেন্থের সঙ্গে মানিয়ে নিতেই তিনি এই পরিবর্তন এনেছেন। তাঁর মস্তিষ্ক যেন একটি AI কম্পিউটারের (AI Computer) মতো কাজ করছে, সবকিছু বোঝার চেষ্টা করছে।"